।।পার্থ প্রতিম আচার্য।।
ভার্জিনিয়া ----- ভার্জিনিয়া উল্ফের সাথে আমার সখ্যতা বেশিদিনের নয় ---- এলিয়টীয় ভক্ত আমার ভার্জিনিয়ার ( বহু মতান্তর থাকলেও ) সঙ্গে প্রেম পর্বের শুরুটা এক ছাত্রীর হাত ধরে। তাকে ভালবেসেছি ---- তার পিতৃতন্ত্রের বহুল বহিঃপ্রকাশে ক্ষত বিক্ষত জেসাসসুলভ আভঙ্গই চোখে ভেসেছে।
বার্বড (কাঁটাতারে বেষ্টিত ) ভার্জিনিয়া তাকেই নিবেদিত। একটা ঘরের ভেতরেই তার সাথে কাটিয়েছি অনেকটা সময়।
ভাবনাটাকে ধরতে চেয়েছি দু'দিন পরে । মৃত্যুর ওপারে প্রেয়সী ভার্জিনিয়া 'রক্তস্নাত পেরেকে' ক্রুশবিদ্ধ। রোমান্টিসিজমে নারীর বর্ণনা অনেক হয়েছে (সুগার কোটেড ) বহুকাল। তার মরম বেদনাকে ছুঁয়েছে ক'জন ? ( তনিষ্কের হীরকেদ্যুতি ঝলমল হাসির আবডালে লুকিয়ে থাকা কান্না ?
) শ্রেণী বিভক্ত সমাজে নারীও শ্রেণী প্রতিনিধি ---- আমার প্রেয়সী কেটি পেরি নয় ( conspiracy theorists যাকে ইলুমিনাটি নামে বিশ্বরাজের কর্পোরেট দুনিয়ার মুখোশ বলেন ) । আমার প্রেয়সী শান্তি খোঁজেনা নিছক রোমান্টিসিজমে ( বিদিশা থেকে অনেক দূরে ?) কিংবা ভালোবাসাহীন দৈহিক রতিতে ( চুগ চুগের শ্লীল অশ্লীলতার দায় গুরু এলিয়টের )। শুধু প্লেটো মিথ্যাচার । শধু বাৎস্যায়ন সূত্র কুকুরীয়-কাম-সদৃশ।
নারীকে সন্দেহের আগুনে পুড়তে হয়েছে অনেক ----- আজও বহু বহু পুড়ে চলেছে। সন্দেহপ্রবণ পুরুষটি বুঝতে না পারা পুরুষতান্ত্রিকতার উত্তরাধিকার নিয়ে অধিকৃত প্রেয়সীর উচ্ছলতায় মেটামরফসিস (কাফকা) অনুভব করে হীন গূঢ়ৈষায় গুটিয়ে যায়।
হে প্রেয়সী ভার্জিনিয়া , আমি সে লোক নই। স্থবিরতা আর মৃত্যু তো একই। উদ্দীপনায় সাড়া দেয়াই তো প্রমান ----- বেঁচে থাকা। তাই দোল খাওয়া অশান্ত জলাশয় ঢের ভালো। ভার্জিনিয়া উল্ফ , এ আমার লেখা তোমার eulogy --- নিজেকে আরেকবার দেখে নেয়া মধ্যরাতের চেতনাস্রোত।
-
বার্বড (কাঁটাতারে বেষ্টিত ) ভার্জিনিয়া তাকেই নিবেদিত। একটা ঘরের ভেতরেই তার সাথে কাটিয়েছি অনেকটা সময়।
ভাবনাটাকে ধরতে চেয়েছি দু'দিন পরে । মৃত্যুর ওপারে প্রেয়সী ভার্জিনিয়া 'রক্তস্নাত পেরেকে' ক্রুশবিদ্ধ। রোমান্টিসিজমে নারীর বর্ণনা অনেক হয়েছে (সুগার কোটেড ) বহুকাল। তার মরম বেদনাকে ছুঁয়েছে ক'জন ? ( তনিষ্কের হীরকেদ্যুতি ঝলমল হাসির আবডালে লুকিয়ে থাকা কান্না ?
) শ্রেণী বিভক্ত সমাজে নারীও শ্রেণী প্রতিনিধি ---- আমার প্রেয়সী কেটি পেরি নয় ( conspiracy theorists যাকে ইলুমিনাটি নামে বিশ্বরাজের কর্পোরেট দুনিয়ার মুখোশ বলেন ) । আমার প্রেয়সী শান্তি খোঁজেনা নিছক রোমান্টিসিজমে ( বিদিশা থেকে অনেক দূরে ?) কিংবা ভালোবাসাহীন দৈহিক রতিতে ( চুগ চুগের শ্লীল অশ্লীলতার দায় গুরু এলিয়টের )। শুধু প্লেটো মিথ্যাচার । শধু বাৎস্যায়ন সূত্র কুকুরীয়-কাম-সদৃশ।
নারীকে সন্দেহের আগুনে পুড়তে হয়েছে অনেক ----- আজও বহু বহু পুড়ে চলেছে। সন্দেহপ্রবণ পুরুষটি বুঝতে না পারা পুরুষতান্ত্রিকতার উত্তরাধিকার নিয়ে অধিকৃত প্রেয়সীর উচ্ছলতায় মেটামরফসিস (কাফকা) অনুভব করে হীন গূঢ়ৈষায় গুটিয়ে যায়।
হে প্রেয়সী ভার্জিনিয়া , আমি সে লোক নই। স্থবিরতা আর মৃত্যু তো একই। উদ্দীপনায় সাড়া দেয়াই তো প্রমান ----- বেঁচে থাকা। তাই দোল খাওয়া অশান্ত জলাশয় ঢের ভালো। ভার্জিনিয়া উল্ফ , এ আমার লেখা তোমার eulogy --- নিজেকে আরেকবার দেখে নেয়া মধ্যরাতের চেতনাস্রোত।
-
বার্বড্ ভার্জিনিয়া
বার্বড্ ভার্জিনিয়া ---- তুমি এখন মৃত । খচখচ ... ব্যথা ...উষ্ণ কাঁটা , পার্থিব পাপ নিয়ে এখনও রক্তস্নাত পেরেক সদৃশ। তুমি দূরদ্বীপবাসিনীর প্রেতাত্মাকে বুঝতে পেরেছিলে । দারুচিনি দ্বীপে দারু ছিলো কিনা জানিনা ----- চিনি তো ছিলো । সুগার কোটেড ভালোবাসা ছিলো ----- চেতনার বল্গাহীন স্রোত ছিলো ----- জয়েসের অর্গলহীনতা ছিলো । কিন্তু ছিলো না অনেককিছুই । তুমি না বললে আমরা কি জানতে পারতাম , ভার্জিনিয়া দুঃখী দ্বীপবাসিনীকে ? উষ্ণ ---- সাদা সাদা ---- না , ঝলকানো তনিষ্কের হীরকদ্যুতি--ঝলমল হাসির আবডালে লুকিয়ে থাকা গাঢ় ... গাঢ় ... গাঢ় নোনতা ? জেনেছি ... ভালোবেসেছি ...।
প্রিয়তমা , তোমায় একচোখ ঢাকা চুলে কেউ ইলুমিনাট্টি বলতেই পারে ---- কেটি পেরি আর তোমার খেয়ালী আধ-কালো-ঈষৎ-বাদামী ছড়িয়ে দেয়া একরাশ মেঘের পার্থক্য বোঝার ক্ষমতা ক'জনের আছে বলো ?
আমি বুঝি ---- তুমি বিদিশা থেকেও অনেকদূরে ... এমনকি কোন চুগ চুগ শব্দ তোমার বুকে প্রশান্তি আঁকে না । কেবল ভালোবাসাই চাই । সেটা প্লেটো কে ছুঁয়ে ক্রমশঃ যেতেই পারে কোন সূত্র লেখকের পদতলে।
কাফকা'র মতো পতঙ্গে পরিণত হবো না আমি । কেননা ---- কাফকা হ্যাজ গন ।
আমি নতুনের , কুঁড়ি থেকে সবুজ-কচিপাতার-গাছ হয়ে ওঠার স্বপ্ন-দেখা লোক । সৃষ্টিশীল মনন যদি সাধারণ জীব সর্বস্ব জীবনের মতো নিস্তরঙ্গ সমুদ্র হয় , তবে তাতে থুতু । এ দোল খায় প্রতি উদ্দীপনায়-- ঝড় ওঠে সমুদ্রের বুকে ---
আমি নতুনের , কুঁড়ি থেকে সবুজ-কচিপাতার-গাছ হয়ে ওঠার স্বপ্ন-দেখা লোক । সৃষ্টিশীল মনন যদি সাধারণ জীব সর্বস্ব জীবনের মতো নিস্তরঙ্গ সমুদ্র হয় , তবে তাতে থুতু । এ দোল খায় প্রতি উদ্দীপনায়-- ঝড় ওঠে সমুদ্রের বুকে ---
এই উন্মত্ত সমুদ্রই আমার ভালোবাসা । কোন পেইন্টেড সি নয় , ঢেউ যেখানে ভুলে গেছে ভেতর থেকে লাভা স্রোতের মতো উদগীরণ । কান পেতে থাকি , কোন এক অশান্ত জলাশয়ের , দোল খায় যা প্রতিটি ছোঁয়ায় --- সেইতো আমার আকাঙ্খার --- কামনার --- চিকণ সুরের মূর্চ্ছনার ভালোবাসা ।
ভার্জিনিয়া , তোমাকে সেলাম। তুমি আমায় চিনতে শিখিয়েছো আমার মানসীকে । হাজারো বছর ধরে বদ্ধ জলায় আটকে থাকা , মানসী আমার আজ কথা বলে , দুলে ওঠে--- লজ্জাবতীর মতো নয় ---- আরও অন্যরকম --- প্রতিটি স্পর্শে ।
------- সেইতো আমার ভালোবাসা ।।
No comments:
Post a Comment