Thursday, February 2, 2017

আমি এখন-২১

আমি এখন-২১
মাঝে মাঝে মনে হয় শরীরটাকে তুলে দিই কোন কসাইখানায়
চপার চিরে দেওয়া আমার হৃদয়টাকে দেখি
আসক্তিহীনতায় ।
মাঝে মাঝে মনে হয় কাছ থেকে দেখি
আমার তীব্র মৃত্যু যন্ত্রণা ,কাতরানো
কম্পন্ময়তায়।
বড় সহজে পাওয়া এ জীবন কে
মাঝে মাঝে মনে হয় পরখ করে দেখি
বেঁচে থাকা আর না থাকার
তফাত টা কোথায় ।

০১-১১-২০১৬

No comments:

Post a Comment