Tuesday, January 17, 2017

আমি এখন -২৫



আমি এখন-২

মাধবীলতা , চল  অন্য গল্প বলি-এলোকেশে সামনে দাঁড়ালে  কেমন লাগে তা নয়  ,এ আর এক গল্প
আয়নাতে বা হাত যেমন  ডান হাত হয়ে যায় ,সেই গল্প ।উলট পুরানের গাঁথা-
“অনেক অনেক দিন আগে এক রাজা ছিল” দিয়ে নয়
এ গল্পের শুরু অনেক আগে এক চাষা ছিল দিয়ে।
শুনবে তো ?
চাষার মাথায় জমিদার ; তার মাথায় রাজা
আর চাষার বউ ?ঠিক যেনও
তোমার ঘরের কোনায় পড়ে থাকা শুকিয়ে যাওয়া কালি বুকে কলম
নেতানো খই কিম্বা মুখ খোলা ডিবিতে রাখা বিস্কিট ।
তবু রাতে সে স্বপ্ন দেখত- সে বড় ভয়ানক স্বপ্ন-
ওর গাট্টা চাষা মরদ এক কোপে উড়িয়ে দিচ্ছে
পাকা কুমড়োর মতো ফোলা ফোলা জমিদারের মাথাটা –
তারপর...
একদিন না স্বপ্ন সত্যি হয়ে গেল
জমিদার নেই- চাষা ?
এখন রাজার মতই
মানে বোঝোই তো -রাজারও এক ভোট , চাষারও-
কি দারুন বল ?
আ মলো তুমি হাসছ যে ভারী
এই , হাসলে কিন্তু গল্প বলা বারন
মাধবীমাতাল মনে গল্প হয় না। ছাড়ো
কি বললে ? শুনবে?
তবে বলি শোন-চাষা না চাষাই রয়ে গেলো
ময়ুরের পুঁছ লাগালেই কেও কি ময়ুর হয় বল ?
শুধু নাম বদলে গেল ,সে এখন মজুর
জমিদার- চাষা
মালিক- মজুর
ব্যাবধান শুধু ব্যালটে ।
স্বপ্ন দেখার বাতিকগ্রস্ত চাষার বউ- থুড়ি , মজুরের,
আবার স্বপ্ন দেখতে লাগলো-
সে বড় অদ্ভুত স্বপ্ন
মজুর ব্যাটা হাজারটা মজুরকে সাথে নিয়ে
হিঁচড়ে কাজে নামাচ্ছে মালিককে
তারপর...
একি শুনছো না যে ?তুমি ঘুমিয়ে পড়ছো !
কি বললে, শেষটা তুমি জানো?
বলতো সেটা কি?কাল বলবে ?
ঠিক আছে মাধবীলতা ,আমি কালই শুনবো
বলতে ভুলনা যেন ।।

পার্থ প্রতিম আচার্য
১৭/৭/২০১৭

No comments:

Post a Comment