জিততে চাই নি
তীরের পাথরের মতো
চেয়েছি ছলাৎ সমুদ্রের
নোনা জলে আহত হতে হতে
ফুরিয়ে যেতে -
বল্গাহীন অশ্বের খুরের মতো
ঢেউয়ের পরে ঢেউ
থেঁতলে নিক আমাকে
হয়ে উঠি ছোট্ট নুড়ি,
বেলাভূমি থেকে গাঁইতি তে
তুলে নিও তুমি
হে তরুণ
শান দিয়ে করে নিও
ধারাল এক ছেনি
তীরের পাথরের মতো
চেয়েছি ছলাৎ সমুদ্রের
নোনা জলে আহত হতে হতে
ফুরিয়ে যেতে -
বল্গাহীন অশ্বের খুরের মতো
ঢেউয়ের পরে ঢেউ
থেঁতলে নিক আমাকে
হয়ে উঠি ছোট্ট নুড়ি,
বেলাভূমি থেকে গাঁইতি তে
তুলে নিও তুমি
হে তরুণ
শান দিয়ে করে নিও
ধারাল এক ছেনি
তাতে তৈরি কোর
পুরনোকে ভেঙ্গে
এক নতুন ভাস্কর্য
জেনো সেই উৎখাত-কেলিতে
পাশে আছি আমি ।।