Sunday, December 18, 2016

আমি এখন -২৪


পার্থ প্রতিম আচার্য

কুড়া গোবরের চারা ফেললে
আর মাছ আসেনা
এমন কি মদের মালাইএ ও  নয়।
সেদিন চলে গেছে
মাছেদের জান নিতে
এখন নতুন কিছু ভাবো
হে বরশেল
প্রতিদিন তোমার নতুন
ফন্দি  না-অর্থ হচ্ছে
দুদিনে নেশাতুর কিছু
জালে উঠলেও
তিন দিনে তা অচল ।।


১৮-১২- ২০১৬